Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ঃ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়, গফরগাঁও, ময়মনসিংহের সিটিজেন চার্টার তালিকাঃ-

 

০১। পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস)ঃ

পল্লী অঞ্চলের দরিদ্রজনগণকে সংঘঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনায়ন, সচেতনতা বৃদ্ধি, উদ্ধুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষে প্রশিক্ষণ প্রদান। ১০০০০/- টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান লক্ষভূক্ত জনগোষ্ঠীকে নিজস্ব পূঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি।

০২। পল্লী মাতৃকেন্দ্রের কার্যক্রম             ঃ      প্রযোজ্য নহে।

০৩। সামাজিক নিরাপত্তা বেষ্টনী            ঃ

(ক) বয়স্ক ভাতাঃ সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য ৬৫ বৎসরের উর্দ্ধে অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে কার্যক্রমে অন্তর্ভূক্ত করে মাসিক ৩০০/- টাকা হারে ভাতা প্রদান করা।

(খ) অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাঃ দরিদ্র অসহায় অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ৩০০/- টাকা হারে ভাতা প্রদান করা এবং বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আত্ম নির্ভরশীল হিসেবে গড়ে তোলা।

(গ) বিধবা ও স্বামী পরিত্যাক্ত দুঃস্থ মহিলা ভাতাঃ সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য দরিদ্র অসহায় বিধবা ও স্বামী পরিত্যাক্ত দুঃস্থ মহিলাদেরকে কার্যক্রমে অন্তর্ভূক্ত করে মাসিক ৩০০/- টাকা হারে ভাতা প্রদান করা।

(ঘ) প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচীঃ এ কর্মসূচীর আওতায় শিক্ষার স্তরকে ৪টি ভাগে বিভক্ত করে ভাতা প্রদান কার্যক্রম পরিচালনা করা।

প্রাথমিক স্তরঃ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মাসিক ৩০০/- টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়।

মাধ্যমিক স্তরঃ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মাসিক ৪৫০/- টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়।

উচ্চ মাধ্যমিক স্তরঃএকাদশ ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাসিক ৬০০/- টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়।

উচ্চতর (স্নাতক ও স্নাতকোত্তর) স্তরঃএ স্তরে মাসিক ১০০০/- টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়।

 

০৪। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম     ঃ     

সরকার কর্তৃক নির্ধারিত ২০০০/- টাকা হারে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে ভাতা প্রদান করা হয়।

০৫। এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুর্ণবাসন কার্যক্রমঃ

এসিডদগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিদের কার্যক্রমে অন্তর্ভূক্ত করে তাদেরকে ক্ষুদ্র ঋণ হিসেবে ৫% সার্ভিস চার্জ সহ ৫০০০/- টাকা থেকে ১৫০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকে।

০৬। স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহ নিবন্ধন ও তত্ত্বাবধানঃ

১৯৬১ সালে সমাজকল্যাণ সংস্থা সমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্ণিত সেবামূলক কার্যক্রমকে নিবন্ধনপ্রাপ্ত সংগঠনের সদস্যদের উদ্ধুদ্ধকরণ ও সচেতনতামূলক জনসেবায় আত্মনিয়োগে উৎসাহিত করা।

০৭। বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ড প্রদানঃ

৬ থেকে ১৮ বৎসর পর্যন্ত পিতৃমাতৃহীন এতিম নিবাসীদের প্রতিপালন, শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান ও পূর্ণবাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। এ কার্যক্রমে প্রতিটি নিবাসীর জন্য মাসিক ১০০০/- টাকা হারে খোরাকী শিক্ষা আনুসাঙ্গিক বাবদ বরাদ্ধ প্রদান করে থাকেন। অত্র উপজেলায় ১২টি বেসরকারি এতিমখানায় ৬৭ জন নিবাসীকে মাসিক ১০০০/- টাকা হারে ভাতা প্রদান অব্যাহত রয়েছে।

০৮। সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থাসমূহের এককালীন অনুদান প্রদানঃ

সমাজসেবা অধিদপ্তর হতে নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহকে তাদের আবেদনের ভিত্তিতে কার্যক্রমের লক্ষ্যমাত্রা বিবেচনা করে ৫০০০/- টাকা থেকে ২০০০০/- টাকা পর্যন্ত সাধারণ অনুদান হিসেবে প্রদান করা হয়ে থাকে। অত্র উপজেলায় ৩৩টি সক্রিয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।